সিলেট প্রতিনিধি: সিলেট নগরীতে বৈষম্যবিরোধী আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় এয়ারপোর্ট থানায় আরেকটি মামলা হয়েছে। সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে প্রধান আসামি করে দায়ের হওয়া এ মামলায় ৪০১ জনকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে সিটি কর্পোরেশনের মেয়র, সাবেক দুই সংসদ সদস্য, সিসিকের কর্মকর্তা, পুলিশ ও সাবেক আট কাউন্সিলরসহ নামোল্লেখ করা হয়েছে ১০১ জনের।
মামলাটি (নং জি-আর- ১৬২/ ২০২৪ইং) রেকর্ড করা হয়েছে এয়ারপোর্ট থানায়। এ মামলার বাদী ফেঞ্চুগঞ্জ উপজেলার সুনতানপুর গ্রামের বাসিন্দা মো: আব্দুর রহমান (৪৩)।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন, ১। আনোয়ারুজ্জামান চৌধুরী (৫৮), পিতা নওশাদ মিয়া, সাকিন-বুরুঙ্গা, থানা-ওসমানীনগর, জেলা-সিলেট, সাবেক মেয়র, সিলেট সিটি কর্পোরেশন, সিলেট। ২। হাবিবুর রহমান হাবিব (৫৫) (সাবেক এম.পি), পিতা সুবেদার আলী গণী, সাকিন-দরগাঁও, কামাল বাজার, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট। ৩। আজবাহার আলী শেখ (৫০), উপ-পুলিশ কমিশনার (উত্তর) (সংযুক্ত পুলিশ কমিশনার কার্যালয়), এস.এম.পি, সিলেট। ৪। মোঃ সাদেক দস্তগীর কাউছার (৪০), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম উত্তর), এস.এম.পি, সিলেট। ৫। কল্লোল গোস্বামী, এস.আই, সাবেক ইনচার্জ, বন্দরবাজার পুলিশ ফাঁড়ি, বি.পি নং-৮৪১১১৩৪২২৩। ৬। আফতাব হোসেন খান (৪০) (সভাপতি, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগ), সাকিন-পশ্চিম পীরমহল্লা, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট, সাবেক কাউন্সিলর, ৭নং ওয়ার্ড সিলেট সিটি কর্পোরেশন। ৭। মখলিছুর রহমান কামরান (৫৫) (কমিশনার, ৯নং ওয়ার্ড), ৮। মুহিবুর রহমান উরফে বম কামাল (৪৮), উভয় পিতা আব্দুর রহমান মাখন মিয়া, সাকিন-বাসা নং-০১, ব্লক-ই, নেহারীপাড়া, কোতয়ালী, সিলেট। ৯। হোসেন আহমদ চৌধুরী (৩০) (সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সিলেট মহানগর ছাত্রলীগ), পিতা মৃত মোঃ সহিদ আহমদ চৌধুরী, সাকিন-ঘূর্নি-২৪, দত্তপাড়া, আম্বরখানা, থানা-এয়ারপোর্ট, সিলেট। ১০। সুভ্রত পুরকায়স্থ (৩৮), নরসিংটিলা, থানা-কোতয়ালী, সিলেট। ১১। আব্দুল হাই মামুন (৫০), পিতা আব্দুল খালিক মনিয়া মাস্টার, ১২। আশফাকুল ইসলাম সাব্বির (৫৫), পিতা ফিরু মিয়া, সাকিন-মাইজগাঁও, ফেঞ্চুগঞ্জ, সিলেট। ১৩। পান্না দাস (৪০), পিতা মুখেন্ন বিকাশ দাস, সাকিন-দাড়িয়াপাড়া, সিলেট। ১৪। পলাশ দাস (৪২), পিতা অজ্ঞাত, সাকিন-নরসিংটিলা, সিলেট। ১৫। মোঃ নুরুল ইসলাম খাঁন (৪৫), পিতা আব্দুল গফুর খাঁন, সাকিন-তোফখানা, আখালিয়া, সিলেট। ১৬। নাহিদ আহমদ বাবলু (৪৫), চেয়ারম্যান, ৫নং দক্ষিন কাজল শাহবাজপুর ইউনিয়ন পরিষদ, পিতা মৃত আব্দুল খালিক মনিয়া মাস্টার, ১৭। শরিফ মিয়া (২৫), পিতা রফিক মিয়া, সাকিন-টুকেরবাজার, কোম্পানীগঞ্জ, সিলেট। ১৮। মুজিবুর রহমান মুজিব (৫০), পিতা তেরা মিয়া, সাকিন-মানিককোনা, ফেঞ্চুগঞ্জ, সিলেট। ১৯। মৃনাল কান্তি দাস (৪০) (সিলেট জেলা ছাত্রলীগ নেতা), পিতা মনিন্দ্র কুমার দাস, সাকিন-একতা/১৬, নরসিংটিলা, থানা-কোতয়ালী, জেলা-সিলেট। ২০। নাদিয়া আক্তার (২৮), যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, নর্থ ইষ্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, সিলেট, পিতা মোঃ কুটি মিয়া, সাকিন-পায়রা-৮৫/১, ঝরনারপাড়, থানা-কোতয়ালী, সিলেট। ২১। মোঃ আমীর আলী (৪৫), পিতা মৃত আফতাব বর্তমান ঠিকানা-জাহানপুর, দেবপুর, থানা-শাহপরাণ (রহঃ), সি স্থায়ী ঠিকানাঃ-পাটলী, থানা-জগন্নাথপুর, জেলা-সুনামগঞ্জ। তারেক, পিতা মাহতাব উদ্দিন (মাস্টার), সাকিন-মোহাম্মদনগর, থানা-বড়লেখা, জেলা-মৌলভীবাজার। সহ আওয়ামী লীগ তার অঙ্গ সহযোগী সংগঠনের ১০১ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং ২৫০/৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে এই মামলায়।
